ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন,যে কোন প্রতিষ্ঠান দেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করে ।সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি উল্লেখযোগ্য। আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই । শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা ভালো কিছু করতে পারে তারাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেয়।
একজন ভালো শিক্ষার্থীর কাছে তার পরিবার যেমন অনেক কিছু আসা করে, তেমনি ওই ছাত্র-ছাত্রীর কাছে সমাজ ও রাষ্ট্র অনেক কিছু আসা করে। একটি বিদ্যালয়ের পুনর্মিলনীর মাধ্যমে একে অপরের ভ্রাতিত্ব বোধের জন্ম নেয় এবং একে অপরের সুখ-দুঃখে সহযোগিতার প্রসার ঘটে ।তিনি গতকাল শনিবার বেলা ১২ স্থানীয় ঐতিহ্যবাহী হোগলবুনিয়া-হাটবাটী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে পুনর্মিলনী ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুপম বিশ্বাস’র সভাপতিত্বে ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়’র স্বাগত বক্তৃতায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মানস পাল ও উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডঃ অশোক কুমার বৈরাগী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, জেলা আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।স্মৃতিচারণ করে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তপন কুমার বিশ্বাস,
অধ্যাঃ গৌর চন্দ্র পাল, অধ্যাঃ রথীন্দ্রনাথ মন্ডল, সমাজ সেবক প্রশান্ত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মৃন্ময় কুমার পাল মঙ্গল,সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোয়াদ্দার, আ’লীগনেতা পংকজ কুমার বিশ্বাস, প্রাক্তন ছাত্র উপ-সহকারী কৃষি অফিসার কমলেশ বালা, আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভংকর মন্ডল,হেঃ কোঃ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল, ডাঃ রিমি মন্ডল,হিমাদ্রি রায়, যুবলীগনেতা ইন্দ্রজিৎ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিউটি পাল সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।