বটিয়াঘাটা প্রতিনিধি ঃ- বাংলাদেশ জাতীয় স্কুল ও বিভাগীয় শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪৯ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও ক্রীড়া (দাবা – বালক) প্রতিযোগিতায় এবার খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বটিয়াঘাটার হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র অরিত্র ঘোষ পুষ্পক।স্হানীয় খুলনা জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে শুরুতেই কুষ্টিয়া জেলা চ্যাম্পিয়ন জাওয়াদ হোসেনকে পরাজিত করে।

পরবর্তীতে যশোর জেলা চ্যাম্পিয়ন অর্জুন সহ একে একে অন্যান্য জেলার চ্যাম্পিয়নদের পরাজিত করে অপরাজিত থেকে চুড়ান্ত পর্বে পৌঁছায়।চুড়ান্ত পর্বে সে মাগুরা জেলা চ্যাম্পিয়ন আরাফাত হোসেনকে পরাজিত করে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ছিনিয়ে নেয়। আগামী ১৭ অক্টোবর সোমবার অরিত্র জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের সাথে লড়বে। খেলা পরিচালনা কমিটির আহবায়ক’র দ্বায়িত্ব পালন করেন ঝিনাইদাহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।পরিচালনা করেন এসওএস স্কুলের সহকারী শিক্ষক (শরীরচর্চা) কিশোর বকশি, সরকারি ইকবাল নগর স্কুলের সহকারী শিক্ষক ( শরীরচর্চা) কবিরুল ইসলাম, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ’র সহকারী শিক্ষক (শরীরচর্চা) জিএম আবদুল্লাহ, সরকারি মডেল স্কুলের সহকারী শিক্ষিকা(শরীরচর্চা) আসমা আক্তার।

অরিত্র বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বটিয়াঘাটা অফিস প্রতিনিধি প্রতাপ ঘোষ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস’র একমাত্র পুত্র।সে ইতিপূর্বে জাতীয় শিশু পুরষ্কার দাবা প্রতিযোগিতায় মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে মেডেল প্রাপ্ত হয়।এ ছাড়াও একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও অরিত্র খুলনা কেডিএস দাবা প্রিমিয়ারলীগ উন্মুক্ততে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরষ্কৃত হয়।এদিকে অরিত্র ঘোষের এ সাফল্যে স্কুল তথা উপজেলার সুনাম বয়ে আনায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি অনুপম বিশ্বাস সহ সকল সদস্যবৃন্দ,প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়,সহকারী শিক্ষক (শরীরচর্চা) অংশুপতি মল্লিক সহ সকল শিক্ষকমন্ডলী ও স্টাফবৃন্দ। আগামী ১৬ অক্টোবর রবিবার বিকাল তিনটায় অরিত্র খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় পুরষ্কার গ্রহণ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *