ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
খুলনা মহানগর এলাকায় পুলিশের অভিযান চালিয়ে ২৬ মামলার আসামী ট্যারা মোস্ত’কে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। গত ৯ আগস্ট বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর খুলনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করে এ তথ্য জানান।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১টায় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম একই থানাধীন বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ।গ্রেফতারকৃত আসামী ট্যারা মোস্ত ওই এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।
পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক বলেন, নগরীর জনসাধারণের নিরাপত্তা দেওয়া আমাদের দ্বায়িত্ব। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বুধবার বিশেষ অভিযানে দীর্ঘদিনের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, শেখ গোলাম মোস্তফা (ওরপে) ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামীর নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৮ টি হত্যা, ৪টি চাঁদাবাজি, ১টি জালিয়াতি, ১টি অস্ত্র আইনে ছাড়াও বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রয়েছে।