ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ-

জাতীয় সংসদ’র হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।সে কারনে তাদের নৈতিক চরিত্রকে সঠিক রেখে নিজেকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

পর্যবেক্ষণে দেখা গেছে ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে। তারা অভিভাবকদের অনুশাসন মেনে চলেছে বলেই এমনটি হচ্ছে। তিনি গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় বটিয়াঘাটার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরষ্কার বিতরণী,নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অধ্যক্ষ অনিমেষ মিস্ত্রী’র সভাপতিত্বে স্থানীয় কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোকিত ও বরেণ্য অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাশ, কলেজ সভাপতি প্রবীন আইনজীবি নীহার রন্জন মল্লিক,প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাদী উজ্জামান হাদী,বিদ্যুৎসাহী সদস্য অবঃ শিক্ষক প্রভাষ চন্দ্র রায়,সমাজসেবক প্রদীপ কুমার মন্ডল,সমাজসেবক সমরেন্দ্র নাথ বিশ্বাস,অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল,ফাদার প্রেমানন্দ কর্মকার,অধ্যাঃ সুজন বাছাড়,অধ্যাঃ প্রসেনজিৎ মিস্ত্রি,অধ্যাঃ পঞ্চানন মন্ডল,অধ্যাঃ সুরন্জন কুমার সানা, অধ্যাঃঅনিল কৃষ্ণ সানা,অধ্যাঃ তুষার কান্তি মন্ডল, অধ্যাঃ ফনী ভূষন বিশ্বাস, অধ্যাঃ অশোক কুমার বৈদ্য,অধ্যাঃ মাহাবুব রহমান,অধ্যাঃ ফাতেমা তুজ জোহরা,অধ্যাঃ সুকান্ত কুমার মিস্ত্রি, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *