ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ

খুলনা’র কেএমপি’র বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল গত ১৮ জুলাই অনুমানিক দুপুর সোয়া ১ টায় গল্লামারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।

খুলনা শিপইয়ার্ড থানার রুপসা স্ট্যান্ড রোডের আলতাফ হোসেন লেনের টুটপাড়া মোঃ আব্দুর বারেকের পুত্র ১) মোঃ জাকির হোসেন(৩২), কে গ্রেফতারপূর্বক তার দেখানো মতে একটি ১৫ ইঞ্চি হাসুয়া দা বাট সহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও,গত জুলাই বিকাল অনুমান ৫ টায় খুলনা সোনাডাঙ্গা মডেল থানার শেখ পাড়া খলিল চেম্বারের ২) মোঃ কাষ্টম অফিসের ভাড়াটিয়া তোতা মিয়ার পুত্র আল আমিন বুলু(৩৫), কে গ্রেফতার পূর্বক তার দেখানো মতে ১ ভরি ৮ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন(৩২) একজন ডাকাত সর্দার।

ধৃত জাকির হোসেন (৩২) এর নামে ঢাকার নবাবগঞ্জ থানায় ০১ টি, ঢাকার দোহার থানায় ০১ টি; দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ০১ টি, এসএমপি এর শাহাপরাণ থানায় ০২ টি, কেএমপি’র খুলনা সদর থানায় ০১ টি ডাকাতি মামলার সিএস ভুক্ত আসামীসহ ০৬ টি ডাকাতি মামলা ও খুলনা সদর থানায় ০২ টি মাদক মামলা এবং সোনাডাঙ্গা মডেল থানায় ০১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী আল আমিন বুলু(৩৫) ডাকাতি লুন্ঠিত মালামাল ক্রয় করেছে।

অপর আসামী মোঃ আল আমিন বুলু(৩৫)’র বিরুদ্ধে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানায় ০২ টি মাদক মামলা সহ ০১ টি অন্য মামলা রয়েছে। উল্লেখ্য লবণচরা থানার মামলা নং-৯, তারিখ- ১৩ জুলাই এবং মামলার ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে লবনচরা থানায় অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক । অত্র মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *