ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধি ঃ-
বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে গত পরশু শুক্রবার দিনব্যাপী নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । অনুষ্ঠানের মধ্যে ছিল সূর্য্যদয়ের সাথে গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮ টায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, অফিসার্স ক্লাব, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগার।
সকাল ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,পুলিশ, আনসার’র সমন্বয়ে কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী,প্রীতি ফুটবল ম্যাচ ও ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ । উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে সমগ্ৰ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ।
অধ্যাপক মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়,প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকৌশলী মোঃ রেজওয়ান ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার দেবু টিকাদার, তথ্য সেবা কর্মকর্তা মিতালী মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার , সাংবাদিক যথাক্রমে এস এম এ ভূট্টো, শাওন হাওলাদার,নিতিশ বাছাড়,পরাগ রায়, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার, নিরঞ্জন কুমার রায়, সরদার আব্দুল মান্নান, প্রাণকৃষ্ণ মল্লিক, গৌর চন্দ্র টিকাদার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অন্নদা শংকর রায়,সাধারণ সম্পাদক পংকজ বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বেলা ২ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ও আলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান এবং আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।