ইন্দ্রজিৎ টিকাদার,
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা লোকদের আয়োজনে কৃষক কৃষি উন্নয়ন প্রকল্প (চতুর্থ পর্যায়) প্রকল্পের প্রারম্ভিক সভা গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ সদস্য ও লোকজ’র সহ-সভাপতি দিলীপ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল ও কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল হাসিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, দেশ-সংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ-জ্জামান হাদী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান, নারীনেত্রী আশা লতা ঢালী, উত্তরণ’র ম্যানেজার মোখলেছুর রহমান, কৃষক নেতা লাবলু জোয়ারদার, লোকজ নেতা মিলন রায় প্রমূখ ।