বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেছেন, যেখানেই আওয়ামীলীগের মিছিল মিটিং সেখানেই আশরাফ হোসেন। প্রয়াত আওয়ামীলীগ নেতা আশরাফ হোসেন ছিল বন্দরে আওয়ামীলীগের নিবেদিত প্রান।

তিনি জীবদ্দশায় আওয়ামীলীগের জন্য অনেক অবদান রেখে গেছেন। তেমনি ভাবে ২০০৪ইং সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় মারাত্মক ভাবে আহত হয়েও আশরাফ হোসেনকে কাবু করতে পারেনি। আজ তিনি নেই। তার অবদানের কথা আজ আমরা সকলই স্মরন করছি। শনিবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম কল্যান্দী এলাকাবাসী কতর্ৃক আয়োজিত নারায়ণগঞ্জ চাষাড়া বোমা হামলা আহত কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত নেতা আশরাফ হোসেনের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রয়াত আওয়ামীলীগ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে কাজিম উদ্দিন প্রধান আরো বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আগামী ১৩ অক্টোবর কাঁচপুর এলাকায় আওয়ামীলীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ৯ অক্টোবর বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জনসভাকে সফল করার জন্য কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সফল করার জন্য আহবান জানান।

পশ্চিম হাজীপুর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটনের সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লা বাবু, আক্তার হোসেন বি.এ., যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাহাদাত হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান জজ ও কুতুব উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদ, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহাগ ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন সজলসহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ ও বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *