বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্টিত হলেও রহস্য জনক কারনে কলাগাছিয়া ইউনিয়নসহ ৪ টি ইউনিয়নে আ’লীগের সম্মেলন নিয়ে নানা তালবাহানা করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে জেলার শীর্ষ আওয়ামীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে।
এদিকে কাউন্সিল তালিকাকে পঁুজি বানিয়ে নানা জটিলতা দেখিয়ে কলাগাছিয়া ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের সম্মেলনকে বার বার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম তাদের পদ আকড়ে থাকতে চান বলেই সম্মেলন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে ।
দীর্ঘদিন ধরে এ ইউনিয়নে কমিটি হয় না। তারপরও সম্মেলন দেয়া হচ্ছে না। এ অবস্থায় শীর্ষ পর্যায় থেকে গত ৪ ফেব্রুয়ারী সম্মেলনের নির্দেশ আসলেও রহস্য জনকভাবে তা স্থগিত করা হয়। নানা অজুহাত, টালবাহানা ও কলাকৌশলের আশ্রয় নিচ্ছেন যাতে সম্মেলন করতে না হয় এমন কথা জানিয়েছেন তৃনমুল কমর্ীরা।
কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন প্রত্যাশীরা দ্রুত সম্মেলনের তারিখ নিধার্রনের জন্য বন্দর উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ ও সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সাথে বৈঠক করলেও রহস্য জনকভাবে সম্মেলন তারিখ নিধার্রন করতে পারেন নাই উপজেলা আ’লীগের মীর্ষ নেতৃবৃন্দ। ফলে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলনের কবে হবে তা নিয়ে নেতাকমর্ীদের মধ্যে অজানা সংশয় বিরাজ করছে।
বর্তমান কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদক অত্র ইউনিয়নের আ’লীগের ভোটার তালিকা একাধিকবার সংশোধন করলেও সম্মেলনের তারিখ নিধার্রন করতে তাদের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষ করা যায় নাই। সম্মেলনের তারিখ নিয়ে তাদের অনাগ্রহ রয়েছে।
কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন আয়োজন নিয়ে টালবাহানার অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে আমিরুজ্জামান তার ব্যবহৃত ফোনটি না ধরলেও সাধারান সম্পাদক ইব্রাহিম কাশেম জানান,আমি ব্যাক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকার কারনে সম্মেলনের তারিখ নিধার্রন করতে পারি নাই।
তবে আমার সভাপতির সাথে আলাপ করে দ্রুত সম্মেলনের একটা তারিখ নির্ধরন করব। আশা করি কলাগাছিয়া ইউনিয়নের সম্মেলনটি হবে দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল।।
কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের তৃনমুল কমর্ীরা বলেন,কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আসলে কালক্ষেপণ করছেন। তারা সম্মেলন চান না। তারা তাদের পদ দীর্ঘদিন ধরে আঁকড়ে রেখেছেন। পূণরায় একই পদে বহাল থাকার জন্য নানা ষড়যন্ত্র করছেন। দীর্ঘদিন ধরে কমিটিকে কুক্ষিগত করে রেখেছেন। নতুন নেতৃত্বকে সুযোগ দিতে চান না তারা। সম্মেলনের তারিখ দেয়ার পরও সম্মেলন স্থগিত করা হয়েছে।
এ অবস্থায় যখন শীর্ষ পর্যায় থেকে সম্মেলনের নির্দেশ এসেছে তখন তারা নানা অজুহাত, টালবাহানা ও কলাকৌশলের আশ্রয় নিচ্ছেন যাতে সম্মেলন করতে না হয়। বন্দর উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দের কাছে দাবী তারা যেন কলাগাছিয়া ইউনিয়নের আ’লীগের দ্রুত সম্মেলনের তারিখ নিধার্রন করেন।