বন্দর প্রতিনিধিঃ
বন্দর নবীগঞ্জ টি হোসেন রোডে শীতলক্ষ্যা ক্ষুদ্র সমবায় সমিতির সাড়ে পাঁচ হাজার সদস্যের ২ কোটি টাকা নিয়ে পালিয়েছে ইসলাম কাজীর ছেলে ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা(৪৫) মৃত শাহাজাদার ছেলে খোকন (৪২) আবু মিয়ার ছেলে রিজভী (২৩) মৃত শাহজাহান মিয়ার ছেলে জহিরুল (৩৩) মৃত গোলাম মোস্তফার ছেলে নাসির (৩২) এ ঘটনায় গত ২৫ এপ্রিল ভুক্তভোগীদের পক্ষে নিজাম উদ্দিন ঐ পাঁচজনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও একমাস পার হলেও মিলেনি কোন সুরাহা।

অভিযোগ সূত্রে জানা যায় নবীগঞ্জ দীর্ঘদিন যাবত হাসেম মুন্সি জামে মসজিদের সম্পত্তিতে মাসিক ভাড়ায় শীতলক্ষ্যা ক্ষুদ্র সমবায় সমিতির নিবন্ধন নং ০০০০১৫ নামে সমিতি পরিচালনা করে আর্সছে সমিতির সদস্য প্রতি ৭০ টাকা করে বায়ান্ন সাপ্তাহ মোট তিন তিন হাজার ছয়শত চল্লিশ টাকা প্রদান করেন। সমিতির দেওয়া সঞ্চয় কার্ড অনুযায়ী ঈদ উল ফিতরের পূর্বে ১৮ এপ্রিল সামগ্রী প্রদান করার কথা থাকলেও অফিসে এসে দেখা যায় বিরাট আকারের তালা রাতের আঁধারেই পালিয়েছে অভিযুক্ত ওই পাঁচজন।

বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন এরা শুধু গ্রাহকেরা থেকে সঞ্চয়কৃত টাকাই নেয়নি ওরা বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যবসার লাভ দেখিয়ে পার্টনার বানিয়ে ও লাখ লাখ হাতিয়ে নিয়েছে।

তথ্য সূত্রে আরো জানা যায় যে অভিযুক্তদের মূল হোতা ইসলাম কাজীর ছেলে মাসুদ রানার ছোট স্ত্রী স্থানীয় মুরুব্বি কদম রসূল কমিউনিটি সেন্টারের মালিক নিয়াজুল সহ কয়েকজনের সাথে গোপন বৈঠক করেন কিভাবে এলাকাবাসীকে মিমাংসা করা যায়।

আব্দুর রহমান নামে এক গ্রাহক বলেন সমিতির অফিসের পাশেই একটি গোডাউনে বেশ কিছু মালামাল আছে প্রতারকরা না আসলে তো গোডাউন মালিক আমাদের এগুলো দিবেন না। আমরা এবিষয়ে আইন প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতারকদের সঠিক বিচার চাই।

হাসেম মুন্সি জামে মসজিদের কোষাধ্যক্ষ জাকির হোসেন বলেন মসজিদের জায়গায় সমিতির অফিস থাকায় অনেকেই আমাকে ঝরিয়ে মন্তব্য করতে পারে কিন্তু এর কোন ভিত্তি নেই। আপনারা সঠিক তদন্ত করে নিউজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *