বন্দর প্রতিনিধি:
বন্দরে রান্না করতে গিয়ে বন্দরে একটি ডকইয়ার্ডে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে পুড়ে গিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ডকইয়ার্ড মালিক পক্ষ দাবি করেছে।
বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দাস্থ বাদশা ডকইয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সাভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ গনমাধ্যমকে জানায়, বুধবার বিকেল ৪টায় বন্দরের সোনাকান্দা বাদশা ডকইয়ার্ডের মাষ্টার ব্রিজ রুমে রান্না করার সময় জাহাজে থাকা তারপিন ও থানারের মধ্যে অগ্নিকান্ড সংগঠিত হয়।
পরে আগুন চারপাশে ছড়িয়ে পরলে স্থানীয়রা বন্দর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ৩০ মিনিট চেষ্টা্ চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনাসহ প্রায় ৭০ লাখ টাকা মালামাল অগ্নিকান্ডের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়।