বন্দর প্রতিনিধি:
মহানগর বিএনপি নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরন করাকে কেন্দ্র করে দূবর্ৃত্তদের সন্ত্রাসী হামলায় র‍্যালী লেজার্স সার্বজনীন দূগার্পূজা মন্দিরের সাধারন সম্পাদক শ্রী শিবু চন্দ্র দাস (৫২) আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর ১নং খেয়াঘাচস্থ ময়মনসিংহপট্রি এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় শিবু চন্দ্র দাসকে উদ্ধার করে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করেছে। দূবর্ৃত্তদের সন্ত্রাসী হামলার ঘটনার খবর পেয়ে বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বিএম কুদরত এ খুদা ও বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিভিন্ন সূত্রে জানাগেছে, শনিবার বিকেল ৫টায় মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখয়াত হোসেন ও সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ বন্দর র‍্যালী লেজার্স সার্বজনীন দূগার্পূজা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করতে আসে। ওই সময় খবর পেয়ে দর্ূবৃত্তরা পূজামন্ডপে এসে বিশৃঙ্খলা করে উল্লেখিত বিএনপি নেতাদের সেখান থেকে তাড়িয়ে দেয়।

বন্দর ১নং খেয়াঘাটস্থ র‍্যালী লেজার্স সার্বজনীন দর্ূগাপূজা মন্ডপে মহানগর বিএনপি নেতৃবৃন্দ পরিদর্শন ও বস্ত্র বিতরণকে কেন্দ্র করে দর্ূবৃত্তরা উল্লেখিত পূজামন্ডপের সাধারন সম্পাদককে বেদম ভাবে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানিয়েছে, সন্ত্রাসী হামলার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘর্ষ এড়ানোর জন্য র‍্যালী লেজারার্স পূজামন্ডপে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *