বন্দর প্রতিনিধি: বন্দরে ব্যবসায়ী পাওনা টাকা না পেয়ে পাওনাদার কতর্ৃক দেনাদার অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃত দেনাদারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে পাওনাদার আকাশকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে সোমবার বেলা ১১টায় বন্দর কলাবাগ এলাকা থেকে ওই অপহরনের ঘটনাটি ঘটে। অভিযোগের বাদিনী সূত্রে জানাগেছে, বন্দর কলাবাগ এলাকার ফাতেমা বেগমের স্বামী মেহেদী হাসান দীর্ঘ দিন ধরে কলাগাছিয়া এলাকার মনির মনা মিয়ার ছেলে আকাশের সাথে চাউলের ব্যবসা করে আসছে। চাউলের ব্যবসা করার সুবাদে আকাশ অভিযোগের বাদিনী স্বামী মেহেদী হাসানের নিকট ১ লাখ পাওনা থাকে।
পাওনাদার টাকা পরিশোধ করার জন্য বাদিনী স্বামীকে চাপসৃষ্টি করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টায় পাওনাদার আকাশ দেনাদার মেহেদী হাসানের বাড়িতে এসে মিথ্যা কথা বলে বাসা থেকে বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই দিন বেলা ১২টায় দেনাদার মেহেদী হাসান তার স্ত্রী ফাতেমা বেগমকে ফোন দিয়ে জানায় তাকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে।
এ ঘটনায় দেনাদারের স্ত্রী পাওনাদার আকাশের পিতার নিকট আকুতি মিনতি করলে ওই সময় পাওনাদারের পিতা অকথ্য ভাষা গালাগালি করে বিভিন্ন প্রকার ভয়ভিতি দেখিয়ে বের করে দেয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ দেনাদারকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।