বন্দর প্রতিনিধি:
বন্দরে পাষান্ড ছোট ভাই ও তার সম্বন্ধীদের সন্ত্রাসী হামলায় প্রবাস ফেরৎ বড় ভাই খোরশেদ আলম (৫০) ও তার ছেলে আশরাফুল আলম (২১) আহত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের কেএনসেন রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ভূক্তভোগী বড় ভাইকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

এ ঘটনায় আহত বড় ভাই খোরশেদ আলম উল্লেখিত হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঘটনা্র ওই দিন দুপুরে পাষান্ড হামলাকারি ছোট ভাই মোকেশেদ আলমসহ তার দুই সম্বন্ধীর নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত হাজী আমির হোসেনের ছেলে খোরশেদ আলম প্রবাসে থাকা কালিন সময়ে সোনাকান্দা কেএনসেন রোড এলাকায় সাড়ে ৫ শতাংশ জমি ক্রয় করে। পরে তার পিতা হাজী আমির আলী জীবদ্দশায় তার দুই ছেলে খোরশেদ আলম ও মোকেশেদ আলমের নামে রেজিস্ট্রি করে দেয়।

বড় ভাই খোরশেদ আলমের সাথে ক্রয়কৃত জায়গায় সিমানা নিয়ে ছোট ভাই মোকশেদ আলমের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে সাড়ে ৯টায় ছোট ভাই মোকশেদ আলম তার বড় ভাইকে না জানিয়ে উক্ত জায়গায় বাউন্ডারী দেওয়াল নিমার্ন কাজ করে। ওই সময় খোরশেদ আলম বাধা প্রদান করলে ওই সময় ছোট ভাই ও একই এলাকার রহম আলী মিয়ার ছেলে সম্বন্ধী সাদ্দাম ও একই এলাকার মৃত জহর আলী মিয়ার ছেলে অপর সম্বন্ধী মিঠু মিয়া ক্ষিপ্ত হয়ে পিতা/পুত্রকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *