বন্দর প্রতিনিধি:
বন্দরে নিরিহ বড় ভাইয়ের পৈত্রিক সম্পত্তী জোর পূর্বক ভাবে দখল করে পাঁকা স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে ভূমিদৎসু ছোট ভাই আবু তালেবসহ তার সন্ত্রাসী পুত্রদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল মোতালেব মিয়ার ছেলে শাহিন মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ভূমিদৎসু চাচা আবু তালেব ও তার ৩ সন্ত্রাসী ছেলে ফারুক, মুরাদ ও জনিকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে অভিযোগের বাদী শাহিন মিয়া জানান, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আমার পিতা আব্দুল মোতালেব মিয়া দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তী প্রাপ্ত হয়ে ভোগ দখলে নিয়োজিত রয়েছে। ওয়ারিশ সম্পত্তী নিয়ে বিবাদী ভূমিদৎসু চাচা আবু তালেবসহ তার সন্ত্রাসী ৩ ছেলের সাথে আমাদের পূর্ব বিরোধ চলছিল।
জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টায় ভূমিদৎসু চাচা আবু তালেব ও তিন সন্ত্রাসী ছেলে ফারুক, মুরাদ ও জনি আমার পৈত্রিক সম্পত্তীতে অনাধিকার ভাবে প্রেবেশ করে পাঁকা স্থপনা নিমার্নের পাঁয়তারা করে।
ওই সময় আমি ও আমার পিতা পাঁকাস্থাপনা নিমার্ন করতে বাধা প্রদান করলে ওই সময় ভূমিদৎসু পরিবার আমাকে ও আমার বাবার সাথে মারখুমি আচরন করে হত্যা হুমকি প্রদান করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।