বন্দর প্রতিনিধি:
বন্দরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের সাথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি ) ৬ টি ইমপ্রুভড মিডিয়াম ফেরির উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে বন্দরের কর্ণফুলি ডকইয়ার্ডে নির্মিত ৬টি ফেরির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ফেরিগুলো হচ্ছে ফেরি গৌরি,  কপোতাক্ষ, ধানসিঁড়ি, মহানন্দা, চিত্রা ও বাইগার। এ সময় জেলার বন্দর উপজেলার মাহমুদ নগর ট্রলারঘাট এলাকায় কর্ণফুলি শিপবিল্ডার্স প্রান্তে উপস্থিত ছিলেন  নৌপরিবহন সচিব মোস্তফা কামাল,ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ বন্দর উপজেলা নির্বাহী কর্মকতা বিএম কুদরত এ খুদা উপজেলার বাইচ্চ চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রদান সহ সহ সরকারী পদস্থ কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *