বন্দর প্রতিনিধি:
বন্দরে রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ লীজ প্রাপ্তদের জমি বুঝিয়ে দিতে এসে অবৈধ দখলদার কতর্ৃক রেলওয়ের কর্মকর্তারা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় লীজপ্রাপ্ত ব্যক্তি হামলার শিকার হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই সময় অবৈধ দখলদারে অনৈতিক কর্মকান্ডে অসহায় হয়ে পড়েছিল জিআরপি পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মকর্তারা মুক্ত হয়ে ঢাকা চলে যান। ঢাকা কমলাপুর থেকে আসা সার্ভেয়ার মাকসুদুর রহমান ও কানুনগো রুহুল আমিন মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলে।
ওই সময় ৫০/৬০ জন অবৈধ দখলদার তাৎক্ষনিক ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে। ওই সময় জমির লীজপ্রাপ্ত সোহেল মিয়ার তার কাগজ দেখালে অবৈধ দখলদারদের লোকেরা তার উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। পরে রেলওয়ে কর্মকর্তারা অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বৈধ লীজপ্রাপ্তকে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হয়ে চলে যান।
লীজপ্রাপ্ত গণপিটুনির শিকার হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাজির হোসেন, জাহিদ, শাহজালাল মোল্লা, গিয়াস উদ্দিন, তাজুুল ইসলাম ও টিটুসহ অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করা হয় বলে জানা গেছে।