বন্দর প্রতিনিধি:
বসত বাড়ি সামনে ময়লা অর্বজনা ফেলে পরিবেশ নষ্টের প্রতিবাদ করার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূসহ একই পরিবারের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে ৮ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ও নগদ ৫ হাজার ৮’শ টাকা ছিনিয়ে নেয়। আহতরা হলো রেজিয়া আক্তার (১৮) শাহ আলম (৩৮) ও তার স্ত্রী সুমনা আক্তার (৩২)।
স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দাস্থ বেপারীপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত শাহ আলম মিয়ার মা লালবানু বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি শহিদুল ইসলামসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দাস্থ বেপারীপাড়া এলাকার প্রতিপক্ষ শহিদুল ইসলামের স্ত্রী সুমা বেগম বাদিনী বাড়ি মেইন গেইটের সামনে ময়লা অর্বজনা ফেলে পরিবেশ দুষন করে আসছে। এ ঘটনায় অভিযোগের বাদিনী ছেলের সম্বন্ধীর মেয়ে রেজিয়া আক্তার (১৮) ময়লা ফেলতে বাধা দিলে ওই সময় ১নং বিবাদী আসমা বেগমের হুকুমে তার মেয়ে সুমা বেগম রেজিয়া আক্তারকে কাঠের ডাসা দিয়ে এলাপাতারী ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।
ওই সময় লেডি সন্ত্রাসী সুমা বেগমের স্বামী শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে যুবতী রেজিয়ার পরিধানের কাপড় ছিড়ে ফেলে শ্লিতাহানী করে। ওই সময় রেজিয়া চিৎকারের শব্দ পেয়ে শাহ আলম ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুমনা আক্তার রেজিয়াকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় উল্লেখিত বিবাদীগন স্বামী ও অন্তঃসত্ত্বা গৃহবধূকে বেদম ভাবে পিটিয়ে স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।