বন্দর প্রতিনিধি:
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রওাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো রুবেল (৩২) ছোট ভাই নবীর হোসেন (২৫) ও মা নাসিমা বেগম (৫৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত রুবেল মিয়া বাদী হয়ে রোববার (২০ নভেম্বর) বিকেলে মহিলাসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বন্দর থানার বালিগাও এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা গেছে, দিনমজুর রুবেল মিয়ার পৈত্রিক সূত্রে পাওয়া ১৫ শতাংশ নাল জমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছে।
গত শনিবার সকাল ১১টায় বন্দর বালিগাও এলাকার আলী মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার সালেহ আহাম্মদ মিয়ার ছেলে পিয়েল একই এলাকার ফয়েজ আহাম্মেদের ছেলে সিয়াম, মৃত কদম আলী মিয়ার ছেলে রিপন একই এলাকার মৃত কদম আলী মিয়ার ছেলে সালেহ আহাম্মদ ও আলী মিয়া এবং ফয়েজ আহাম্মেদের স্ত্রী মাসুদা বেগমসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী আমাদের জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে আমাদের জমির সাইবোর্ড তুলে ফেলে।
এ ঘটনায় আমি ও আমার ছোট ভাই নবীর হোসেন এর প্রতিবাদ করলে ওই সময় বিবাদী ক্ষিপ্ত হয়ে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে ও আমার ছোট ভাইকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। আমাদের চিৎকারের শব্দ পেয়েঢ আমার মা আদাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় সিয়াম ও মাসুদা বেগম আমার মাকে বেদম ভাবে পিটিয়ে জহামা কাপড় টেনে শ্লীতকাহানী করে ।