বন্দর প্রতিনিধি:
বন্দরে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রতিবাদ করার জের ধরে আবিদগংদের সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো বন্দর ফরাজিকান্দা ছোট মসজিদ এলাকার বাবুল সাউদের ছেলে ইমন সাউদ(২৭),তার চাচা মোঃ ইব্রাহিম(৫২), চাচাতো ভাই সালাম ও ছোট ভাই ইনান(২৩)।
রোববার (২৮ মে) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা ছোট মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ইমন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তরা হলো, ফরাজীকান্দা বড় মসজিদ এলাকার আবীদ(২৪),নিজুম(২৩),ইরফান (২১),কাউসার (২২)। পারিবারিক সুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার (২৫ মে) রাতে ইমন সাউদের নিজ বাসায় ছোট বোনের বিয়ে অনুষ্ঠান চলাকালীন সময় তার ভাগ্নে মোঃ সিফাত(১৩)কে ভয়ভীতি দেখিয়ে একটি স্যামসাং ব্রান্ডের স্মার্টফোন ছিনিয়ে নেয় একই এলাকার আবীদ ।
পরে তারা ফরাজিকান্দা ছোট মসজিদের সামনে থাকা সিসি টিভি ক্যামেরা চেক করে অপরাধী নিশ্চিত করে স্থানীয় এলাকার পঞ্চায়েত কমিটির নিকট বিচার চাইতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে। ভুক্তভোগী ইমন জানায়, এর জের ধরে রোববার সকালে উল্লেখিত অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ নিয়ে সজ্জিত হয়ে ফরাজিকান্দা এসে আমার নিজ বাড়ির সামনে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনায় আমার পরিবারের লোকজন বাধা দিলে এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবার উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে শরীররের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করে ও আমার একটি দাত ভেঙ্গে ফেলে। এসময় আমার চাচা মোঃ ইব্রাহিম,চাচাতো ভাই সালাম ও ছোট ভাই ইনান আগাইয়া আসলে পষন্ডরা তাদেরকেও মারধর করে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।