বন্দর প্রতিনিধি :
বন্দরে ৪৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকৃত কাভার্ডভ্যানসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১০ নভেম্বর) বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানাগেছে, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এর ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ১০ নভেম্বর ২০২৩ইং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন।
উক্ত অভিযানে ৪৭৩ বোতল ফেন্সিডিলথসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। মনির হোসেন (২৭), কাভার্ডভ্যান চালক, পিতা-নুরের জামান, মাতা-রেজিয়া খাতুন, সাং-চর সেকান্দর, পোঃ- নুরীয়া মাদ্রাসা, থানা-রামগতী, জেলা-লক্ষীপুর ও ২। মোঃ রবিউল হক (৪৩), কাভার্ডভ্যানের হেলপার, পিতা-আবদুল আজিজ, মাতা-কমলা বেগম, সাং-রামাশ্বপুর (ভূইয়াপাড়া), পোঃ চাপরাশির হাট, থানা-কবির হাট, জেলা-নোয়াখালী। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলা হতে আনায়ন করে ঢাকাথসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।