স্টাফ রিপোর্টারঃ গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে বন্দর নবীগঞ্জ আলোকিত সমাজ সংগঠনের উদ্যােগে নারায়ণগঞ্জ রেল স্টেশনে থাকা সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সাংবাদিক ইউসুফ আলী প্রধানের আন্তরিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ কালে নবীগঞ্জ আলোকিত সমাজ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যােক্তা কাউছার আহমেদ বলেন নারায়ণগঞ্জ রেল স্টেশনে খোলা আকাশের নিচে প্রতিনিয়ত বাঁচার লড়াই করে ওরা, ওদের বেড়ে উঠে নানা অবহেলা আর বঞ্চনার মধ্য দিয়ে।

এই বয়সে ওদের পরিচয় হয় পথশিশু হিসবে। আমাদের সমাজে অধিকাংশ পথশিশুদের নিজস্ব কোনো পরিবার নেই। অনেক ক্ষেত্রে তারা পরিবার থেকে পালানো কিংবা মা-বাবা তাড়ানোও হয়। অনেকের জন্ম ও বেড়ে ওঠা সবটাই রাস্তায়। সাধারণত বিভিন্ন জনসমাগমপূর্ণ রেল স্টেশন, বাস স্টপেজ, লঞ্চ টার্মিনাল জায়গায় পথশিশুদের দেখা যায়। ওরা খাবারের টাকা জোগাড়ের করার জন্য রাস্তা থেকে বিভিন্ন প্রকার পরিত্যক্ত দ্রব্য কুড়িয়ে নিয়ে ভাঙারির দোকানে বিক্রি করে। আমি আমার সংগঠনের মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টায় এগিয়ে আসলাম এভাবে যদি সমাজের সবাই এগিয়ে আসে তাহলে আমাদের সমাজ আলোকিত সমাজ হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *