বন্দর উপজেলার সোনাকান্দা বাংলাদেশ নৌবাহিনী ডক ইয়ার্ডে মাটি খননের নামে চলছে স্ক্রাব চুরির মহোৎসব। স্টীল মার্ক নামের একটি কোম্পানীর কন্ট্রাক্টর বহু অভিযোগের হোতা নৌ বাহিনীর চোখে ফাঁকি দিয়ে আলমগীর প্রকাশ্য দিবালোকে রাজু ও সাইদের সহযোগিতায় গত এক সপ্তাহ যাবৎ নৌবাহিনী ডক ইয়ার্ডের মাটি খনন করে ট্রাকে নেওয়ার সময় মাটির ভেতরে করে ডক ইয়ার্ডের পাইলিং এর টনে টনে লোহা,রডসহ মূল্যবান প্লেন সীট ট্রাকের মাটির ভিতরে করে চুরি করে নিয়ে যাচ্ছে। প্রতিদিন দুটি গাড়িতে করে মোট ত্রিশটি ট্রিপে এ স্ক্রাব পাচার করছে এই অসাধু চক্রটি। যা জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষনের অবহেলা আর রাজস্ব আয়ের ক্ষেত্রে সরকার অনেকাংশেই বঞ্চিত হচ্ছে। এদের ভয়ে এলাকার লোকসহ কেউ কিছু বলতে পারে না বলে অভিযোগ এলাকাবাসীর।
অতি শীঘ্রই যদি এই ধরনের স্ক্রাব পাচারে বা চুরিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে নৌ বাহিনীতে বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *