মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাষ্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণীতে পাঠদানের অনুমতি প্রাপ্তি উপলক্ষে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়

৭মে দেশের খ্যাতিমান শিল্পপতি নোমান গ্রুপ অব ইন্ড্রাস্টিজ লিমিটেডের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্টাতা বিশিষ্ঠ দানবীর আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় তিনি নতুন ভবন উদ্ভোধন শেষে প্রধান অতিথি,র বক্তব্যে প্রধান করেন বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকতার ছোয়ায় পৌঁছাতে মাদ্রাসার শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, ইসলামের খেদমতে পাশা-পাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞান ও ভাষা সাহিত্যেও পাণ্ডিত্য অর্জন করতে হবে এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে।অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম ১৫ লোহাগাড়া- সাতকানিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন।

পবিত্র কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে অনুষ্ঠানে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মুহাম্মদ খালেদ জমিল স্বাগত বক্তব্য দেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান,আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *