নিজস্ব প্রতিনিধি : ভুয়া ওয়ার্ক পারমিট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ দেখিয়ে মালয়শিয়ায় চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎকারী প্রতারণার মামলায় মোঃ মোশারফ হোসেন (৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১২এপ্রিল) সকাল ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড ১০তালা বিল্ডিং এর সামনে থেকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোশারফকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মােঃ মােশারফ হােসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কোনাবাড়ি এলাকার মৃত ইব্রাহীমের ছেলে বলে জানায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল জানান, গত ২৮ মার্চ মোছাঃ শাহিনা(৪২) নামে এক মহিলা মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রি (যাহার নং ৩৪৬) করেন।
পুলিশ ঐ ডায়রির সুত্র ধরে অভিযুক্ত মোশারফ হোসেনকে রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে আটক করে থানায় নিয়ে আসলে বাদী শাহিনা মামলা দায়ের করলে আসামি মোশারফ হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার বাদী শাহিনা সাংবাদিকদের জানায়, বিবাদী আমার পূর্ব পরিচিত। সেই সুবাদে উক্ত বিবাদী আমার ছােট ছেলে
সজীবকে মালয়েশিয়া পাঠানাের কথা বলে গত ২০/০৬/২০১৯ইং তারিখে একটি ভিসার ফটোকপি
দেয়। বিবাদী মোশারফ হোসেন উক্ত ভিসার ফটোকপি দেওয়ার কিছুদিন পরে গত ১০/০৭/২০১৯ ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রােড ১০ তলা ভবনের নিচ তলায় বসে আমার নিকট হতে ৩,১৫,০০০
(তিন লক্ষ পনের হাজার ) টাকা নেয়। টাকা নেওয়ার প্রায় দুই মাস পরে বিবাদী আমাকে বলে ফ্ল্যাইট বাতিল
হয়েছে কিছুদিন পরে আবার নিবে। দীর্ঘ এক বছর অতিবাহিত হত্তয়ার পরেও বিবাদী আমার ছেলে সজীবকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়। পরে বিবাদীকে আমি বলি হয় আমার ছেলেকে বিদেশে পাঠান না হলে আমার পাওনা টাকা পরিশোধ করেন। কিন্তু বিবাদী প্রতারক চক্রের শক্তিশালী হওয়ায় আমার পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আমাকে গত ইং ১০/০৪/২০২১ তারিখ রাত সারে আটটার দিকে বিবাদীর ব্যবহৃত (০১৯৯৬৬৪৪৩৪৮) মােবাইল নাম্বার থেকে আমাকে কল করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে জানিতে পারি যে, উক্ত বিবাদী একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘযদিন যাবৎ অভিনব কায়দায় আমার মতাে গ্রামাঞ্চল হইতে আসা অল্পশিক্ষিত নিরীহ ও বেকার যুবকদের কাছ থেকে বিদেশে পাঠানাের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে মােটা অংকের বিপুল পরিমান টাকা প্রতারনামুলক ভাবে আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল জানান,সজীব নামে এক ব্যক্তিকে মালয়েশিয়া পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শাহিনা নামে এক মহিলা মোশারফ হোসেনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে রবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। ##