নারায়ণগঞ্জে ফতুল্লা থানাধীন ইউনাইটেড ক্লাব লিমিটেডের প্রথম সহ-সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাজী মিজান প্রধান।

বুধবার (২৬ মে) ইউনাইটেড ক্লাব লিমিটেডের নির্বাচনে সর্বোচ্চ ৩৮১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

এক প্রতিক্রিয়ায় হাজী মিজান প্রধান বলেন, আমাকে নির্বাচিত করায় ইউনাইটেড ক্লাব লিমিটেডের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আমার প্রতি তাদের এই আস্থার মর্যাদা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের পাশাপাশি আমি ইউনাইটেড ক্লাব লিমিটেডের প্রধান উপদেষ্টা শিল্পপতি মোহাম্মদ আলী, ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, নির্বাচন কমিটি গণ এবং নির্বাচন পরিচলক :- কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোওয়ার হোসেন প্রধান জামান চেয়ারম্যান , ক্লাবের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।

প্রসঙ্গত ইউনাইটেড ক্লাব লিমিটেডের নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৩৮১ ভোট পেয়ে হাজী মিজান প্রধান প্রথম সহসভাপতি নির্বাচিত হন। ৩৩৯ ভোট পেয়ে দ্বিতীয় হন এম এ মান্নান ও ২৭১ ভোট পেয়ে তৃতীয় হন দিলীপ কুমার মন্ডল।

বুধবার সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ৪৬৭ জন ভোটারের মধ্যে ৪১৩ জন ভোট প্রদান করেন।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত দি ইউনাইডেট এসোসিয়েশনকে নাম পরিবর্তন করে ইউনাইটেড ক্লাব লিমিটেডে রূপান্তর করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এবারই জমকালো নির্বাচন অনুষ্ঠিত হলো। খেলাধূলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিনোদনের জন্য ক্লাবটি বেশ সুনাম কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *