ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মাহমুদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক।

বুধবার (১১ই মে) সকালে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুমন মাহমুদ বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।

জানাযায়,গত ৭ই মে রাতে সুমন মাহমুদ বেনাপোল বাজার থেকে বাসায় ফিরছিলো।পথিমধ্যে বেনাপোল পৌরসভার পাশে টিভিএস শোরুমের সামনে তিনি পৌছালে অপর দিক আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন মারাত্নক আহত হলে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে উন্নতগঠন চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সসেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *