ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার মারালি এলাকার তহসিলা গ্রামে ভয়াবহ ভূমিধ্বসের কারণে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার জনের। এবং একজন আহত ব্যাক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন থারালি র সাব কালেক্টর শ্রী রবীন্দ্রনাথ জুভান্হা। ঘটনার পর চলে আসেন প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যরা এবং এস ডি আর এফ এর সদস্যরা। তবে ঘটনার স্থানে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করা হবে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের সরকার। চামোলি জেলার থারালি তে এখনো উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।
