ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে ভারতের দক্ষিণ রাজ্যে কর্ণাটক রাজ্যের বিধান সভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন এই প্রথম কোন মুসলিম স্পিকার ইউ টি কাদের।

তাকে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী র অনুমোদন নিয়ে এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দামাইয়ার উপস্থিতিতে বিধান সভার স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটক রাজ্যের রাজ্যপাল ও কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্দামাইয়া ও উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। এবং কর্ণাটক রাজ্যের বিধান সভার সদস্যরা। ভারতের দক্ষিণ রাজ্যের কিন্তু এর আগে কোন মুসলিম স্পিকার হয় নি।

এই রাজ্যের বিধান সভার নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ক্ষমতা দখল করে। এবং ২২৪,টি, বিধান সভার মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে পায়, ১৩৫,টি। এবং বিজেপি পায় ৬৫,টি, এবং জে ডি এস পায়, ২৫,টি, বাদবাকি অন্যান্য দল পায়। এই রাজ্যের বিধান সভার নির্বাচনে এই রাজ্যের মধ্যে মোট, ৯,জন, বিধায়ক হন। তার মধ্যে ক্যাবিনেট মন্রী পায় দুই জন। তার মধ্যে এম এ জামির হোসেন খান ও একজন মুসলিম মহিলা। এবং এই প্রথম এই রাজ্যের বিধান সভার স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন এক মুসলিম বিধায়ক ইউ পি কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *