আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল আটক করেছে পুলিশ। ১৭ মার্চ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে বৃহস্প‌তিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউ‌নিয়নের সাদ্দাম মোড় এলাকার চাল ব্যবসায়ী খবিরুল ইসলামের গোডাউন থেকে সরকারি ১৪৮ মণ চাল আটক করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত খবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ধান চাল ব্যবসা করতো। হত দ‌রিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বি‌ভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচির চাল ক্রয় করে বি‌ক্রি করতেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেওয়াজের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উক্ত পরিমান চাল উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *