বন্দর প্রতিনিধি:
আওয়ামীলীগের শান্তিসমাবেশ পালনে বন্দরে সুযোগ সন্ধানী হাইব্রিড আওয়ামীলীগ নেতাদের মাঠে দেখা যায়নি। গত রোববার (২৮ অক্টোবর) বন্দর উপজেলার মদনপুরে শান্তি সমাবেশে ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহাম্মেদ এ কথা জানান।

তিনি আরো জানান দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নব্য ও সুযোগ সন্ধানী হাইব্রিড আওয়ামীলীগ নেতা তলে তলে বিএনপি সাথে সখ্যতা রেখে চলছে। ওই সকল সুযোগ সন্ধানী হাইব্রীড নেতাদের গত শনিবার (২৮ অক্টোবর) াবিএনপি সমাবেশে অনেককে যেতে দেখা গেছে।

বিভিন্ন সূত্রে জানাগেছে, গত রোববার বিএনপি জামায়াতের ডাকা সকল সন্ধা হরতাল প্রত্যেক্ষান করে বন্দর উপজেলা আওয়ামীলীগ বন্দরের ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর পুলিশ ক্যাম্পের সামনে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করে। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ।

বন্দর উপজেলা আওয়ামীলীগসহ মদনপুর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উল্লেখিত কিছু নেতাকর্মী সেখানে থাকলেও দেখা যায়নি বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের হাইব্রিড নেতা হিসেবে পরিচিত নব্য সভাপতি নূরজ্জামান ও সাধারন সম্পাদক এডঃ তাজুল ইসলামকে।

এ ছাড়াও শান্তিসমাবেশে দেখা যায়নি কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হাজী মাঈন উদ্দিন আহাম্মেদ তুষারসহ আরো অনেককে।
নাম প্রকাশ না করার শর্তে ত্যাগী নেতাকর্মীরা গনমাধ্যমকে জানিয়েছে, হাইব্রিড নেতারা জেলা ও মহানগর নেতাদেরকে ম্যানেজ করে টাকা জোরে পদ পদবী কিনে ফয়দা লুটার জন্য বিভিন্ন ব্যবসা বানিজ্য মেতে রয়েছে ।

তাই তারা এখন দলের কর্মসূচি গুলো পালন করতে রাজপথে আসে না। যখন কাউন্সিল হওয়ার সময় হবে তারা আবারও পদ পদবী বাগিয়ে নিতে জেলার ও মহানগরের শীর্ষ নেতাদের ম্যানেজ করে স্বপদে বহাল থাকবে। দুসময়ে ওইসব হাইব্রিড নেতারা দলের পাশে থাকে না। দুসময়ে দলের পাশে থাকে দলের নিবেদিত কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *