বন্দর প্রতিনিধি:
বিএনপি ডাকা অবরোধের শেষে দিনে ব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির সকল নেতা কমর্ীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্বে দেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসিরুল্লাহ, ফিরোজ, শিপলু, মনির, ফয়সাল, সেলিম, জাবেদ, উজ্জলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
তারা সরকারের পদত্যাগসহ বিএনপির নেতাকমর্ীদের নি:শর্ত মুক্তি দাবি ও অবরোধ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে শ্লোগান দেন। পুলিশ আসার আগেই বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।