গত ১০-০৬-২০২১ ইংরেজি রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে কারেন্ট জাল নিয়ে কে এই শিরিন শিরোনামে নিউজ টি অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল প্রকাশ হওয়ায় আজ ১৩ -০৬-২০২১ ইংরেজি রোজ রবিবার ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আমি মোঃ আল আমিন দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য যে আমি মোঃ আল আমিন পরিবারে মুরব্বি আমার দাদি অসুস্থ থাকার কারণে কিছু টা ব্যস্ত হয়ে যা-ই। যাঁর কারণে আমার ৭১ বাংলাদেশ ওয়েবসাইটে নিউজ পাবলিক করার জন্য একটি ছেলেকে ৭ দিনের জন্য বুজিয়ে দেই, দুঃখ জনক ছেলেটি কিছুই বুঝত না। যাঁর কারণে এই শিরিন শিরোনাম নিউজ টি ভুল প্রকাশ হয়েছে যায় কোনো সত্য প্রমাণ নেই। এর প্রতিবাদ নিউজ হিসেবে প্রকাশক ও সম্পাদক আমি মোঃ আল আমিন দুঃখ প্রকাশ করছি।
দয়া করে মোসাম্মৎ শিরিন আক্তার ক্ষমার দৃষ্টিতে বিষয় টি বিবেচনা করবেন।