আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ঝড়ের তান্ডবে পৌরশহরের পুন্ডুরা (চরপাড়া) এলাকার বায়তুল মামুর জামে মসজিদ লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার (৭ জুন) সন্ধ্যায় মাত্র কয়েক মিনিটের ঝড়ে ওই মসজিদটিব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের পুন্ডুরা (চরপাড়া) দক্ষিণ পাড়া এলাকায় কোন মসজিদ ছিলনা। তাই অল্প কদিন আগে সামাজিকভাবে টিনের চালা ও টিনের বেড়া দিয়ে ছাপড়া মসজিদটি নির্মান করা হয়। সোমবার মাগরিবের নামাজের পরপরই আকাশ ঘন কালো হয়ে যায়। মুহুর্তেই দমকা হাওয়া বইতে শুরু করে। মাত্র তিন মিনিটের ঝড়ে মসজিদের টিনের চালা উড়ে যায়। লন্ডভন্ড হয়ে যায় পুরো মসজিদ। ঘটনা শুনে
মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার হারুণ অর রশিদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি মসজিদটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *