মো: মফিজুল ইসলাম (৬০) তিনি মানসিক ভারসাম্যহীন গতকাল (১৬ এপ্রিল ২০২২, শনিবার) বিকেল আনুমানিক ৪ ঘটিকায় বাসা থেকে বেরিয়ে আসলে পরে আর বাসায় ফেরেনি। মফিজুল কে অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে পরিবারে বইছে এক শোকের ছায়া।
ঘটনা টি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮নং ওয়ার্ড এনায়েতনগরে ঘটেছে মফিজুল ইসলাম এর দুই মেয়ে দুই ছেলে তিনি নিজ পরিচয় তেমন বলতে পারে না।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি ভারসাম্যহীন মফিজুল ইসলাম (৬০) সন্ধান পেয়ে থাকেন, তাহলে এই ০১৮৮০-৪১৩২৮৩ নম্বরে যোগাযোগের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
বি:দ্র: এই পোস্টটি দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে হয়তো তার পরিবার আবার ফিরে পেতে পারে মফিজুল ইসলাম কে ।
আল্লাহ যেন যে কোনো উশিলায় তার পরিবারের কাছে ফেরত পাঠিয়ে দেন মফিজুল ইসলাম কে আমিন…)