মোহাম্মদ এরশাদুল হক চট্টগ্রাম

মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক শৈবাল দাশ এর উদ্যোগে শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়,এতে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগরময় আচার্য,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপ সম্পাদক কাজী সারাফাত হোসেন,কোতোয়ালি থানা ছাত্রলীগের সহ সভাপতি রত্নেশ্বর দাশ জিতু,অনিক দে অন্তু সহ সম্পাদক অরিত্র চৌধুরী সহ আন্দরকিল্লা জামালখান ও দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগ এর তৃনমূলের সকল স্তরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা শোকাবহ আগস্টের শোককে শক্তিতে পরিনত করে সরকার বিরোধী সকল কার্যক্রম নস্যাৎ করার জন্য মাঠে থাকার আশা ব্যাক্ত করেন।

চট্রগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগরময় আচার্য বলেন দেশ কে এগিয়ে নিতে যুবসমাজকে সচেতন করতে হবে। শিক্ষার উপর মনোযোগ বাড়াতে হবে।

শৈবাল দাশ বলেন জাতির জনকের আদর্শ ও বাংলাদেশ তথা মুক্তিযুদ্ধের ইতিহাসকে যুবসমাজের কাছে প্রকৃত ভাবে তুলে ধরতে হবে।
যুবসমাজকে বই, পত্রিকা, ইতিহাস সম্পর্কিত বিষয়বস্ত নিয়ে পড়ার প্রতি আগ্রহী হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *