রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর পরকীয়ার জেরে ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ সময় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিহতের বাবা ।পরে আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ এপ্রিল রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি (১০) মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো।
স্বজনরা জানায়, সম্প্রতি কালকিনি উপজেলার গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সাথে পরকীয়ায় সম্পর্ক গড়ে তোলে এবং দেড় মাস আগে মিনারা রশিদের সাথে পালিয়ে যায়।পরে তোফাজ্জেলের মনের ভেতর শুরু হয় মানসিক যন্ত্রণা।

লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেন তিনি। সেই অনুযায়ী রোববার রাত ১১ টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করে। একই সাথে নিজে বিষ পান করেন তোফাজ্জেল।
পরে এ সংবাদ পেয়ে পুলিশ এসে নিহত রনির মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। ছেলের পাশাপাশি তোফাজ্জেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তোফাজ্জেলের শ্যালক আনোয়ার হোসেন ও মেয়ের জামাই রুবেল হাওলাদার বলেন,তোফাজ্জলের স্ত্রী মিনারা বেগম পরকীয়ার কারণে চা বিক্রেতা রশিদের সাথে ঢাকায় চলে গেছে। পরে তোফাজ্জেল কষ্ট থেকে বাঁচতে এই ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপার কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আসফাক রাসেল জানান,ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করে বিষপান করে তোফাজ্জেল। অসুস্থ তোফাজ্জেল সুস্থ হবার পর তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *