বগুড়া প্রতিনিধি
ধুনটে পারিবারিক কলহের জের ধরে মায়ের উপর অভিমান করে ওমর ফারুক (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের প্রবাসি মোফাজ্জল হোসেনের ছেলে ও স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার বাড়ির পাশের কাঁঠাল গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

জানাযায়, প্রায় ৫ বছর ধরে ওমর ফারুকের বাবা জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। ওমর ফারুক তার মা ফুলমনিকে নিয়ে বাড়িতে বসবাস করে। এঅবস্থায় ওমর ফারুকের সাথে পাশ্ববর্তী ফকিরপাড়া গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ মার্চ সে তার প্রেমিকাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। বাবা মায়ের অমতে বিয়ে করায় নববধূকে মেনে নেয়নি ফারুকের মা। বিয়ের জেড় ধরে মঙ্গলবার বিকেলে নববধূর সামনেই ওমর ফারুককে তার মা শাসন করে। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সাথে গলায় স্ত্রীর ওড়না পেঁচানো অবস্থায় ওমর ফারুকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা ফুলমনি জানান, পরিবারের অমতে বিয়ে করায় তাকে একটু শাসন করা হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ধুনট থানার এসআই মতিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের কারণে ওমর ফারুক আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *