নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম বার এর সার্বিক দিকনির্দেশনায়, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে, ডিবি পুলিশের টিম গত (১ এপ্রিল) ববিবার সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকার সময় সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১। জাকির হোসেন(৫৩) পিতা আবুল কাশেম সাং- বাড়ইপাড়া থানা সিরাজদিখান জেলা- মুন্সিগঞ্জ কে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুন জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।আসামি জাকির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি মাদক মামলা আছে ।