মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে, ডিবি পুলিশের একটি টিম গত (১৭মে) সোমবার রাত্রি ১০.৪৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা এলাকার ছোট কৃষিবারি এলাকায় অভিযান চালিয়ে ১। ইব্রাহিম শেখ (২৯) পিতা মফিজ শেখ সাং ছোট কেওয়ার ঋষি বাড়ি থানা টঙ্গীবাড়ী জেলা মুন্সিগঞ্জকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোর বলিয়া এলাকাবাসী জানায়। তার বিরুদ্ধে ইতিপূর্বে চুরির মামলা আছে বলিয়া আসামি স্বীকার করে এবং এলাকাবাসী জানায়।