সোলায়মান হাসান :
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ২৬ লক্ষ ৮৩ টাকার অবৈধ কারেন্ট জাল, ববিন ও রেল জব্দ করেছে ম্ক্তুারপুর নৌ পুলিশ। সোমবার ভোর রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত ইউনিয়নের সরকারপাড়া ও আধারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে পুলিশ। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩১৮৮ পাউন্ড কারেন্ট জাল, ১৮ হাজার পাচঁশত পিস ববিন ও ১৭ হাজার আটশত পিস রেল।
অভিযানের সময় অংশ নেয় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান সহ সঙ্গীয় ফোর্স। অভিযানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ।