রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকায় জামায়াতের
গোপন বৈঠক চলাকালীন সময়ে পুলিশের বিশেষ অভিযানে ৭ নারী কর্মীসহ জামায়াত নেতা মনিরুজামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে পুলিশের এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়া গ্রামের রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মোঃ ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান। মনিরুজ্জামান বর্তমানে জেলা জামায়াতের রোকন এবং বাকিরা জামায়াতের মহিলা কর্মী।
জানা গেছে মনিরুজ্জামানের বাড়িতে জামায়াত ইসলামীর মহিলা কর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস,আই শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মারকাজ মসজিদের সামনে অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে। পুলিশের আগমন টের পেয়ে আরো অনেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ ওই বাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বই,জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বইসহ জামায়াত ইসলামীর চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান জামায়াতে ইসলামীর নারী কর্মীদের একটি গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ বইসহ ৭ নারী এবং এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।