রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উদ্যোগে মৃত্যুদাবীর চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড কার্যালয় মিলনায়তনে মৃত্যুদাবির চেক বিতরণ করা হয়।
মেহেরপুর শহরের বিশিষ্ট ঠিকাদার মরহুম মুজিবুল হক খান চৌধুরী হেলালের পরিবারের সাথে এই মৃত্যুদাবির চেক তুলে দেয়া হয়। পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের পরিবারের হাতে ৫ লক্ষ ৫৩ হাজার ৬২৯ টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ডিভিশনাল কো-অডিনেটর ইয়াসিন আলীর সভাপতিত্বে মৃত্যুদাবির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ইনচার্জ ইভিপি বজলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর রিজিওনাল কো- অর্ডিনেটর জানে আলম।
