মেহেদী হাসান শুভ চাঁদপুর প্রতিনিধি :
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইক চালক শাহরাস্তি উপজেলার আলমগীর হোসেন সোহেল (২৭) নিহত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের কাজী বাড়ির আঃ আজিজের ছেলে আলমগীর হোসেন সোহেল নোয়াখালী জেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
শুক্রবার সকালে অসুস্থ পিতাকে দেখতে মোটরসাইকেলযোগে নোয়াখালী থেকে শাহরাস্তি পৌঁছার সময় লাকসাম প্রধান সড়কে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান।
উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, সোহেল উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ২০০৮ সালে সে এসএসসি পাস করে। এরপর সে গ্রামীণফোন কাষ্টমার কেয়ারে চাকরি করতো। বর্তমান সোহেল নোয়াখালী জেলায় প্রাণ কোম্পানিতে চাকরি করছে।
সোহেলের বাবা আঃ আজিজ অসুস্থ থাকায় বাবাকে দেখতে বাড়ি ফিরছিল সোহেল। বিকেল ৫টার সময় নিহতের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে। নিহত সোহেল বিবাহিত ছিলেন। তিনি ১ পুত্র সন্তানের জনক।