বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অবৈধ ভাবে গড়ে ওঠা ক্লিনিকগুলো নির্মূলে অভিযানে নেমেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দিনভর অভিযনের প্রথম দিনেই কাগজপত্রের জটিলতা ও ত্রুটির কারণে উপজেলার ৫টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
বন্ধ হওয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- বেনাপোল স্টার ডায়াগনষ্টিক সেন্টার, বেনাপোল ডায়াগনস্টিক সেন্টার, নাভারন সেবা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, বুরুজ বাগান জেনারেল ডায়াগনষ্টিক সেন্টার এবং বাগাআচড়ায় আল মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা. ইউসুফ আলী জানান, অনুমোদনহীন বা লাইন্সেস না থাকায় স্বাস্থ্য বিভাগের সারা দেশ ব্যাপি যৌথ অভিযানে সকল জেলা উপজেলার অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হচ্ছে। এ অভিযানে উপজেলায় শনিবার দিনভর অভিযান পরিচালনা করে মোট ৫টি অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে । সঠিক কাগজপত্র না হওয়া পর্যন্ত বন্ধ হওয়া ক্লিনিকগুলোর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পুলিশ ও শার্শার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেয়।