ইউসুফ আলী প্রধান রিপোর্টারঃ
জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ২১ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতিকে ফুলেল শুভেচ্ছা।
গতকাল ৫ জুন নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতি কার্যলয়ে ২১ নং ওয়ার্ড কমিটির সভাপতি মো জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো বাদল হোসেনের উপস্থিতে মহানগর কমিটিকে এ শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা কালে উপস্থিত মহানগর যুব সংহতি আহব্বায়ক হাজী মোহাম্মদ রোমান, সদস্য সচিব মাহামুদুল হাসান জনি, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বাপ্পি ও বন্দর থানার সভাপতি মো ফারুক হোসেন প্রমূখ।
ঐক্য শান্তি শৃঙ্খলা নিয়ে একসাথে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার ব্যক্ত প্রকাশ করেন সিনিয়র সহ সভাপতি মো রাজন ভূইয়া সহ সভাপতি বাপ্পি খান, সহ সভাপতি মো নাজমুল ইসলাম, সহ সভাপতি মো সেলিম সিকদার, সাধারণ সম্পাদক মো বাদল হোসেন, সহ সাধারণ সম্পাদক, মো নুরে আলম, সহ সাধারণ সম্পাদক মো সুমন, সাংগঠনিক সম্পাদক মো, মামুন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক অলক দাশ, সহ সাংগঠনিক সম্পাদক মো রাসেল, দপ্তর সম্পাদক মো নাজমুল হাসান, সহ দপ্তর সম্পাদক মো ইমরান আলী, প্রচার সম্পাদক মো রয়েল,
সহ প্রচার সম্পাদক মো আকাশ, কার্যকরী সদস্য মো ফাহাদ, সদস্য মিশুক, মো রুবেল, মো, বাবু, মো হালিম, মো সুরুজ, মো আলাল, মো শিমুল মিয়া, মো মোস্তাফিজ, আমিন মোল্লা, মো হোসেন আলী, মো ইলিয়াস, মো ইসহাক মিয়া, মো সুমন, মো গিয়াসউদ্দিন সেলিম খান, লুৎফর রহমান, আনোয়ার বাসেদ সহ আরো অনেকে।