স্টাফ রিপোর্টার ; মোঃ ইকবাল মোরশেদ।
রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে ভূপরিস্থ পানির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে চায়নার একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয় সাক্ষর করেছেন ও আলোচনা করছেন,

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,

রাজশাহী ওয়াসা কর্তৃক গৃহীত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২ কোটি টাকার বেশি। এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৭ শো ৪৮ কোটি এবং হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেড ২ হাজার ৩ শো ১৩ কোটির বেশি টাকা ব্যয় করবে। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে চার বছর।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দৈনিক দুই শো মিলিয়ন লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে ওই অঞ্চলে পানি সরবরাহ শতভাগ কাভারেজর আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *