আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের যুবক নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন মামলার মূল আসামি করিমুল ইসলাম(৩৫)কে রবিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে থানা পুলিশ।
রাণীশংকৈল এবং ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান আসামি করিমুলকে রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহর থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মামলার আরেক আসামি করিমুলের স্ত্রী সেলিনা আকতার (৩০)কে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল (২৬)একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনি(১৮)কে সম্পর্ক করে বিয়ে করায় গত ২০সেপ্টেম্বর করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
এবিষয়ে নাসিরুলের বাবা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। গুরুতর অসুস্থ নাসিরুল বর্তমানে রংপুরে গুরুত্বর অবস্হায় চিকিৎসাধীন আছে।
থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল মামলার মুল আসামী করিমুলের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি করিমুলকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।