আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, মিষ্টির দোকানে ওজনে কম দেয়া, ফলমূলে ফরমালিন ব্যবহার, মোবাইলে জুয়া খেলা, নেকমরদ বাজারের হাইওয়ে রাস্তা দখল করে অবৈধ গাড়ি পার্কিং, পৌরসভার ফুটপাত দখল, নোটিশ বিহীন গাড়ীর কাগজপত্র চেকিং ও জরিমানা, প্রেট্রোল পাম্পে তৈল ওজনে কম দেয়া এবং যততত্র গ্যাস সিলিন্ডার বিক্রি করা, সন্ত্রাস,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এসময় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান
শেফালী বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, ধর্মগড় বিওপি কমান্ডার জহিরুল ইসলাম, কোচল বিওপি কমান্ডার আবুল কালাম আজাদ, আনসার ভিডিপির কর্মকর্তা আবুল কাশেম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ।

সভার শুরুতে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ
আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *