আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে রাণীশংকৈল প্রেস ক্লাবে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার প্রতিনিধি সবুজ ইসলামের আয়োজনে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার ও বিশেষ অতিথি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আকাশ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
প্রেসক্লাব সদস্য সাংবাদিক আনিসুর রহমান বাকি, ছবিকান্ত দেব, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, নুরুল হক, বিটিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, বিজয় রায়, সাবেক সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি আনোয়ার হোসেন জীবন, সাবেক সাধারন সম্পাদক মো: বিপ্লব, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খুরশিদ আলম শাওন, নাজমুল হোসেন, তাহেরুল ইসলাম, খালেদ মো. সুজন, আবদুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার সফলতা কামনা করেন।